• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পরিবেশ সুরক্ষায় ‘আমরা করব জয়’ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে  -মোস্তাফিজুর রহমান এমপি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ০১ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:১৪ পিএম;
পরিবেশ সুরক্ষায় ‘আমরা করব জয়’ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে  -মোস্তাফিজুর রহমান এমপি
পরিবেশ সুরক্ষায় ‘আমরা করব জয়’ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে  -মোস্তাফিজুর রহমান এমপি

পরিবেশ সুরক্ষায় ‘আমরা করব জয়’
সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে 
-মোস্তাফিজুর রহমান এমপি


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, ভারসাম্যমূলক প্রাকৃতিক পরিবেশ পেতে সামাজিক উদ্যোগে ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের কোনো বিকল্প নেই। সেই ধারাতেই পরিবেশ সুরক্ষায় ‘আমরা করব জয়’ সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটির সকল কর্মকাÐই মহতি। তারা সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়তে অগ্রণী ভূমিকা পালন করছে। ঠিক তাদের মতো করেই প্রাকৃতিক মহামারি থেকে দেশ বাঁচাতে ব্যাপকহারে সবাইকে বৃক্ষরোপণ করতে হবে।
গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’ এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন তিনি। 
সকাল সাড়ে ৯টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী।.


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আহসানুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু।.


এছাড়াও উপস্থিত ছিলেন ‘আমরা করব জয়’ সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ, মো. সোহেল রানা, দীপশিখা রায় জুই, প্রেমা দাস, জাকিরুল ইসলাম, নূর নওশীন তাবস্সুম, আমিনুল ইসলাম, শর্মিলী ছন্দা, রাজিন শ্রেয়াস রুমান, ছবিকুন নাহার মালিহা, মেহবিশ অনন্যা, সিমা আক্তার, শাহরিয়ার আসিফ দিনার প্রমুখ। .


বৃক্ষরোপণ কর্মসূচিতে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্নপ্রকার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। 
পরে বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
 . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ